সবাই ট্রেডে সফল হতে চায় কিন্তু ট্রেডে সফল হতে চাইলে ভালো একটা ট্রেডিং পরিকল্পনা জরুরি। আশাকরি আপনার সেই পরিকল্পনা করা আছে । কিন্তু আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে যদি আপনি কিছু নিয়ম মেনে না চলেন। আশাকরি নিচের নিয়মগুলি মেনে চললে আপনার ট্রেড সফল অথবা লোকসান কম হবার সম্ভাবনা থাকবে। কোন ট্রেড নেবার আগে মার্কেটের Trend বু্ঝতে হবে । আপনার Technical Analysis এ অনেক Tools থাকতে পারে কিন্তু মার্কেটের একটাই Tools। তা হল Demand and Supply.
আর এই Demand and Supply বাজারের Trend ঠিক করে । বাজারের Trend বুঝে আত্ববিশ্বাসের সাথে ট্রেড নিন।
১। প্রথম রুলস সর্বদা আপনার ট্রেডিং বিভাগে স্থির থাকুন । যে স্টকটা যে পজিশনের জন্য নিয়েছেন, সেই পজিশনেই ক্লোজ করবেন । সময়ের হিসাবে ট্রডিংকে ৪টি ভাগে ভাগ করতে পারি
intraday=1 day ,
short positional =3 to 5 day,
2
1
প্রথম রুলস সর্বদা আপনার ট্রেডিং বিভাগে স্থির থাকুন । যে স্টকটা যে পজিশনের জন্য নিয়েছেন, সেই পজিশনেই ক্লোজ করবেন । সময়ের হিসাবে ট্রডিংকে ৪টি ভাগে ভাগ করতে পারি
intraday=1 day ,
short positional =3 to 5 day,
positional = 15 to 30 day,
long positional = 1 Month to 3 month
আপনি যদি intraday ট্রেড নেন , তাহলে তা intraday তেই ক্লোজ করুন । দিনের যে সময়েই আপনি intraday ট্রেড নেন না কেন , তা ৪৫ মিনিটের মধ্যেই ক্লোজ করবেন, তা না হলে পজেটিভ ট্রেড নেগেটিভ হয়ে যেতে পারে।
short positional ট্রেড নিলে ( ৩ দিন থেকে ৫ দিন ) তা short position নেই ক্লোজ করুন ।
যদি positional ট্রেডি নেন তাহলে তা positional ট্রেডের টাইমে ক্লোজ করবেন,(১৫ থেকে ৩০ দিন)
আর যদি long positional ট্রেড নেন তাহলে তা long positional ট্রেডের সময়ের মধ্যে ক্লোজ করবেন (১ মাস থেকে ৩ মাস)।
২। স্টকের সঙ্গে কোন আবেগের বন্ধনে জরাবেন না।
৩। সব সময় আপনার পজিসনকে হেজ করুন (রিস্ক ম্যানেজমেন্ট করুন)।
৪। শুধু মাত্র পজেটিভ ট্রেডে ধৈর্য ধরুন । Trend ক্লোজ না হওয়া পযন্ত স্টক র সাথে থাকুন । ট্রেড নেগেটিভ হলে stop loss নিন।
৫। স্টক এভারেজ করতে চাইলে পজেটিভ Trend এ স্টপ লসর উপরে এভারেজ করুন । স্টপ লস ব্রেক করলে সব সেল করে দিন ।
৬। বেশি ট্রেড না করে । কোয়ালিটি ট্রেড করুন।
৭। সুধু মাত্র লিকুইট স্টক এ ট্রেড করবেন। তা নাহলে ব্লক হয়ে যেতে পারেন ।